বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৯, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ

newsup
প্রকাশিত মার্চ ৭, ২০২৪
বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী  লীগ

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃআজ বজ্রকণ্ঠে বাঙালির জেগে ওঠার ঐতিহাসিক ক্ষণ সাতই মার্চ। তেপ্পান্ন বছর পূর্বে উনিসতো একাত্তরের অগ্নিঝরা সোনালী ঊষার এই দিনে রেসকোর্স ময়দানে এক শিহরণ জাগরণী ভাষণে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্নে উদ্বেলিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।পরাধীনতার দীর্ঘ প্রহর শেষে পুরো জাতি তখন স্বাধীনতার জন্য অধীর অপেক্ষায়।শুধু প্রয়োজন একটি ঘোষণা, একটি আহবান। অবশেষে সাতই মার্চ এলো সে কালজয়ী ঘোষনা। সেদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সর্বপ্রথম বজ্রগম্ভীর কণ্ঠে বাঙালির স্বাধীনতা সংগ্রামের রূপরেখার বর্ণনা দেন। বঙ্গবন্ধুর এই অবিস্মরণীয় ঘোষনা মুক্তিকামী জাতিকে একত্রিত ,উদ্দীপ্ত, অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধের সূচনা করে। এই ভাষণই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের ভিত্তি। উনিশ মিনিটের এই ভাষণ সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে বিশ্ব সভা ইউনিস্কোতে সমাদৃত হয়েছে ২০১৭ ইংরেজী সালে ।বিশ্ব প্রমাণ্য ঐতিজ্য হিসেবে স্বীকৃত। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” কালের পরিক্রমায় বঙ্গবন্ধুর প্রেরণাদায়ক এই অমোঘবাণী নিপীড়িত বিশ্বের মানুষের কাছে এখন মুক্তিরগান, স্বাধীনতার স্বপ্ন সারথী হিসেবে বিশ্ববাসীর যথার্থ বিবেচনাকে সাধুবাদ জানায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ। এই ভাষণ অনাগত ভবিষতে নুতন প্রজম্মকে , বিশ্বের স্বাধীনতা সংগ্রামীদের নিকট যুগের পর যুগ প্রেরণার আলোকরশ্মি হয়ে প্রভাবিত করবে।। বঙ্গবন্ধুর সেদিনের অমোঘমন্ত্রে দীক্ষিত প্রাণিত হয়ে ত্রিশ লক্ষ শহীদ জীবন সংহার করে , তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে , বীর মুক্তিযোদ্ধা সহ্ আপামর বাঙালির দুঃসাহসিক লড়াই করে করে ছিনিয়ে আনে মহামুল্যবান বিজয় , বাংলাদেশের স্বাধীনতা , নিজস্ব মানচিত্র , নিজস্ব পতাকা। মহান সাতই মার্চের এই ঐতিহাসিক দিনে আমরা স্বাধীনতা সংগামের বীর শহীদদের এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ,
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর পক্ষে , মোয়াজ্জেম ইকবাল , মাহবুবুর রহমান মিলন , শামসুদ তোহা , রুমেল হোসেন ,মোহাম্মদ নূর , মোহাম্মদ জসীম , সালেহ করিমুজ্জামান , ইলিয়াস ঠাকুর , শাহজাহান কাজী , রফিকুল আলম ,মাইনুল হক , শহিদুল ইসলাম বাবু , মেহেদি , জিয়াদ রানা , স্নিগ্ধা লিপি , নবনী , পল্লী ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. খসরু ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।