নির্বাচনের আগে ইসির পদত্যাগে চাপের মুখে মোদি সরকার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৫৫, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নির্বাচনের আগে ইসির পদত্যাগে চাপের মুখে মোদি সরকার

editorbd
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
নির্বাচনের আগে ইসির পদত্যাগে চাপের মুখে মোদি সরকার

সাউথ এশিয়া ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদত্যাগে চাপের মুখে পড়েছে মোদি সরকার। ইসির পদত্যাগের কারণ দর্শাতে সরকারকে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। রবিবার (১০ মার্চ) কাতার-
ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নির্বাচন কমিশন নাকি নির্বাচন বর্জন? তিনি বলেছেন, আমরা যদি আমাদের স্বাধীন প্রতিষ্ঠানগুলোর নিয়মতান্ত্রিক পতন রোধ না করি, তাহলে আমাদের গণতন্ত্র একদিন একনায়কতন্ত্রে পরিণত হবে।
শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এর আগে, গত মাসে তিন সদস্যের নির্বাচন কমিশনার বেঞ্চের আরেক সদস্য অনুপ পান্ডে অবসরে যান। ফলে এখন দেশটির নির্বাচন কমিশনে (ইসি) শুধু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজিব কুমারই থাকলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।