ডেস্ক রিপোর্ট: গত পাঁচ মার্চ, মংগলবার সন্ধ্যায় “ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটি”র নতুন কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: মনিরুজামান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ।
এছাড়া উপস্হিত ছিলেন কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রমুখ । সভায় আলোচনায় অংশ নেন বেলাল হোসেন, শেখ আমিন, বেলালউদদীন, মোঃ আলমগীর প্রমুখ । উক্ত সভায় বক্তারা নিউ জারসি রাজ্য সরকার কর্তৃক প্রস্তাবিত ট্যাক্সি ক্যাবের বীমা সংক্রান্ত ব্যয় কমানোর জন্য জোর দাবী জানান। এছাড়া তাঁরা সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন । সংগঠনের সম্মানিত সদস্যরা ব্যাপকভাবে অংশগ্রহনের মাধ্যমে সভা সফল করায় সংগঠনের সভাপতি মো: মনিরুজজামান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।