লন্ডন অফিস: লোহিত সাগরে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইতালির নৌবাহিনীর একটি জাহাজ। ‘কাইও ডুইলিও’ ডেস্ট্রয়ার নামের ওই জাহাজটি ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনে সেবারত ছিল। মঙ্গলবার (১২ মার্চ) এই তথ্য জানিয়েছে ইতালির প্রতিরক্ষা কর্মীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।একটি বিবৃতিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাটিকে আত্মরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি তারা। চলতি মাসের শুরুতে একই জাহাজ আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। লোহিত সাগরে ইইউ-এর মিশনটি অ্যাসপিডস নামে পরিচিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে মূলত সামুদ্রিক বাণিজ্য রুটকে রক্ষা করতে মিশনটি ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল। হুথিদের দাবি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে তারা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।