প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমানের প্রয়াণে প্রবাসীদের শোক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৫৯, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমানের প্রয়াণে প্রবাসীদের শোক

newsup
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমানের প্রয়াণে প্রবাসীদের শোক

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ নিউ ইয়র্ক প্রবাসী প্রবীণ শিশুসাহিত্যিক হাসানুর রহমানের প্রয়ান হলো স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) ২০২৪,ভোরে তিনি নিউইয়র্কের কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ।খবর বাপসনিঊজ ।প্রবীণ শিশু সাহিতযিক হাসানুর রহমানের ছেলে রাজিব রহমান ও নিউইয়র্কের ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষঠাতা পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী সহধরমীনি পারভীন রহমান তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রায় তিন বছর আগে বাসায় হটাৎ করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসার পর কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় আড়াই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। অনেকদিন ধরেই তিনি বোধশক্তি হারিয়ে ফেলেন। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে রিহ্যাব সেন্টারেই তিনি মারা যান।
প্রয়াত হাসানুর রহমানের স্ত্রী রবীব্দ্র সঙ্গীতশিল্পী ও শিক্ষিকা পারভীন রহমান ও দুই ছেলে রাজিব রহমান ও আশিক রহমান যুক্তরাষ্ট্রেই থাকেন। রাজিব রহমান (আরআর) মিউজিক ডিরেক্টর ও ওয়ারফেয়ার ব্যান্ডের প্রতিষ্ঠাতা। রাজিবের স্ত্রী বিউটি দাসও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তারা ভার্জিনিয়ায় থাকেন।
প্রয়াত হাসানুর রহমান শিশুদের জন্য অসংখ্য বই লিখেছেন। প্রচার বিমুখ মানুষ ছিলেন তিনি।নিউইয়র্কে ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্র সংগঠন’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।তিনি প্রবাসের প্রথম সংবাদ সংস্হা বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর চেয়ারম্যান ।তার প্রকাশিত বই ১১টি ।
প্রবীণ শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত হাসানুর রহমান প্রায় পাঁচ দশক ধরে ছোটদের জন্যে লিখেছেন ছড়া, কবিতা, রূপকথা, গল্প-নিবন্ধ, একাংকিকা। বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদের হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণপদক, ঢাকার ভাস্কর নাট্যদলের ‘ভাস্কর নাট্যদল মিলেনিয়াম ২০০০ পুরস্কার এবং রাজশাহীর ‘খাজা স্মৃতি পাঠাগার ফেলাশীপ ২০০২’-এ ভূষিত। হাসানুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ২২ আগস্ট নাটোর জেলার সিংড়া উপজেলার লালোরের দারোগা বাডীতে ।হাসানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬৮ সালে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ষাটের দশকে (১৯৬৬-৭০) ঢাকার অধুনালুপ্ত শিল্পী-সাহিত্যিক গোষ্ঠী ‘পূর্বাশা’র দফতর সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে ঢাকা থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক ‘সমাজ পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৯৪-৯৫ সালে পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিঃ-এর ঢাকা লিয়াজো অফিসে ব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী হন হাসানুর রহমান। তাঁর প্রয়াণে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।প্রয়ানকালে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাসানুর রহমান প্রচন্ড ভালো মানুষ ছিলেন।সারাক্ষন একটা চমৎকার হাসি থাকতো ওনার মুখে। প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমানে নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক এর জ্যামাইকা মুসলিম সেনটারে এদিন দুপুরে এবং সমাধি করা হয় নিউজারসি একটি সেমিটারে ।প্রবাসীদের পংক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,উপদেষ্ঠা ড. প্রদীপ রজ্ঞন কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক ও আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী জেনারেলমন্জুর চৌধুরী,সাংবাদিক মোঃনাসির,কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ,সাংবাদিক মানিক দেলওয়ার ,সাংবাদিক হেলাল মাহমুদ,আওয়ামী লীগনেতা এমএ করীম জাহাংগীর ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃবখতিয়ার,আওয়ামী লীগনেতা কায়কোবাদ খান,ফারুক হোসাইন,,জালাল ঊদদদীন জলিল,গিয়াস ঊদ্দিন আহমেদ,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,সুহাস বডুয়া,বিশ্বজিৎ সাহা,নুরুল ইসলাম বাংগালি,ইসলাম উদ্দীন পংকি,জাহাংগীর কবির,আবদুস শহিদ নাননু ,খন্দকার দেলওয়ার হোসেন.দেলওয়ার মানিক.রুমানা আক্তার ,জাহাংগীর কবির,জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ)”র বাংলাদেশ এর সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন,সংগঠক ও রাজনীতিক সামসুঊদদিন আহমেদ শামীম ,কবি ও লেখক এবিএম সালেহ ঊদ্দিন ,সংগঠক ও অথর ফিরোজ মাহমুদ. সংগঠক ও সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল ,শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র এর পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ঊদ্দিন জলিল ও সাধারন সম্পাদক কায়কোবাদ খান এবং যুগম সাধারন সম্পাদক আসাফ মাসুক,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রদিপ রজ্ঞন কর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস ,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা ও আওয়ামী লীগনেতা আখতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুর ই আজম বাবু,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা এমএ অদুদ তালুকার,বীর মুক্তিযোদ্ধা ফখর ঊদ্দিন ,চিএ শিল্পী প্রবীর গুন ও চিএ শিল্পী ফজলে আলী কচি ,শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ সভাপতি টি.মোল্ল্যা,সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুল হাসান,আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্ল্যা,শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র শ্যমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল ও যুবলেতা শেখ মোঃজুয়্ল এবং সিরাজুল আলম খান সৃতি পরিষদ নিউইয়র্ক এর পক্ষে আহবায়ক প্রফেসর ড. মহসিন পাটোয়ারী ও সদস্য সচিব শাহাব উদ্দীন এবং এডভোকেট মুজিবুর রহমান ,লিগেল কন্সালটেন্ট এডভোকেট মুজিবুর রহমান ,,ডা: মুজিবুল হক,মোহাম্মদ মতিউর রহমান ,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,,হাজী আনোয়ার হোসেন লিটন ,সরোওয়ার হোসেন ,সুভাস মজুমদার ,ওলিউর রহমান সেলিম প্রমূখ তার প্রয়াণে বিদেহী আত্মার শান্তি কামনা করছেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন পৃথক পৃথক বিবৃতিতে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।