নিউইয়র্কে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল : ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা

Daily Ajker Sylhet

newsup

১৭ মার্চ ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ণ


নিউইয়র্কে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল : ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা

নিউজ ডেস্ক: সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। শুছেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র কার্যকরী ও ইফতার কমিটির কর্মকর্তারা।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রব মিয়া নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশিদের জন্য বৃহত্তম কবরস্থান ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই ইফতারে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী অংশ নেন। নোয়াখালী ভবন হলটি ছিল কানায় কানায় ভর্তি। ভেতরে সংকুলান না হওয়ায় ভবনের সামনের আঙ্গিনায় অনেকে ইফতার করতে দেখা গেছে।
সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীম ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।