ঢাকায় জাতীয় প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন
২৩ মার্চ ২০২৪, ০১:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্ট : দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জাতীয় সরকার গঠন এবং সিরাজুল আলম খানের ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ এর আয়োজনে, গত ১৯ মার্চ রোজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতি তো করেন বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায় জনাব আমিনুদ্দিন বিএসসি, সঞ্চালনায় দায়িত্ব পালন করেন প্রদেশ বাস্তবায়ন পরিষদের যুগ্ন আহবায়ক জনাব মোশারফ হোসেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনজীবী জোটের আহবায়ক জনাব অ্যাডভোকেট কে এম জাবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সহ-সভাপতি জনাব এম এ আউয়াল।
মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলনের নেতা জনাব ইসমাইল হোসেন, বরিশাল প্রদেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জনাব এস এম মনিরুজ্জামান।
বক্তব্যে নেতৃবৃন্দ প্রদেশ বাস্তবায়নের লক্ষ্যে নয়টি প্রদেশ বাস্তবায়ন এবং প্রাদেশিক সরকার গঠনের দাবি উপস্থাপন করেন।
পার্লামেন্টে শ্রম কর্ম পেশাজীবীদের নিয়ে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ পার্লামেন্ট গঠনের দাবি জানান।