গুগল ফটোজ থেকে ছবি নামিয়ে সংরক্ষণ করবেন যেভাবে

Daily Ajker Sylhet

newsup

২৪ মার্চ ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ণ


গুগল ফটোজ থেকে ছবি নামিয়ে সংরক্ষণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক: গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ-সুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ছবি অনলাইনে জমা রাখার পাশাপাশি চাইলে সেগুলো নামিয়েও রাখা যায়। গুগল ফটোজ থেকে ছবি নামিয়ে স্মার্টফোনে সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

গুগল ফটোজ থেকে ছবি নামিয়ে সংরক্ষণের জন্য প্রথমে গুগল ফটোজ অ্যাপের ওপরে থাকা গুগল অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ক্লিক করতে হবে। এবার ‘ডাউনলোড অর ডিলিট ইউর ডেটা’ অপশনের নিচে থাকা ‘ডাউনলোড ইউর ডেটা’ নির্বাচন করে ‘প্রোডাক্টস’-এর পাশে থাকা ‘ডিসিলেক্ট অল’ নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে গুগল ফটোজের ‘চেকবক্স’ নির্বাচনের পাশাপাশি ‘নেক্সট স্টেপ’-এ ক্লিক করে ‘ডেস্টিনেশনে সেন্ড ডাউনলোড লিংক ভায়া ই-মেইল’ অপশন ট্যাপ করতে হবে। এবার ফাইলের আকার ও ধরন নির্বাচন করে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ অপশন নির্বাচন করলেই নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় একটা লিংক পাঠাবে গুগল। লিংকটিতে ক্লিক করে নির্দিষ্ট ছবি স্মার্টফোনে সংরক্ষণ হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।