নিউজ ডেস্ক: কয়েক বছরের অস্থিরতা ও রাজনৈতিক সংকটের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার সেনেগালে ভোট চলছে।
পশ্চিম আফ্রিকার দেশটিতে আজকের এই নির্বাচনে নিবন্ধিত ভোটারসংখ্যা প্রায় ৭৩ লাখ। প্রার্থী ১৭ জন। তাঁদের মধ্যে দুজন এগিয়ে। তাঁরা হলেন ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা (৬২) ও প্রতিষ্ঠানবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে (৪৩)।
আমাদু ও বাসিরু দুজনই একসময় কর পরিদর্শক ছিলেন। কিন্তু এখন তাঁদের মধ্যে খুব কমই মিল আছে বলে মনে হয়।
সাবেক প্রধানমন্ত্রী আমাদু ধারাবাহিকতার প্রস্তাব দিয়েছেন ভোটারদের। অন্যদিকে বাসিরু গভীর পরিবর্তন ও বামপন্থী প্যান-আফ্রিকানবাদের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। অস্থায়ী ফলাফল আজ রাতেই জানা যেতে পারে। প্রথম আনুষ্ঠানিক ফলাফল আগামী সপ্তাহে পাওয়ার আশা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে তাঁকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়াতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আজকের নির্বাচনে আমাদু ও বাসিরু উভয়ে জয়ের ব্যাপারে আশাবাদী।
চূড়ান্তভাবে জয়ী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি সালের স্থলাভিষিক্ত হবেন। যিনি জয়ী হবেন, তাঁর ওপর দায়িত্ব বর্তাবে ঐতিহ্যগতভাবে স্থিতিশীল সেনেগালকে সাম্প্রতিক সংকট থেকে বের করে আনার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।