নিউজ ডেস্ক: আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন নিয়ে নির্বাচনে অংশ নিতে যাওয়া দুটি প্যানেলের মধ্যে ভিন্নমতের সৃষ্টি হয়েছে।
শুরু থেকেই ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ চূড়ান্ত ছিল। তবে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ধার্য করেন।
এদিকে বিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগর নির্বাচন এগিয়ে নিতে আহ্বান করেন। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেন। অবশেষে ১৯ এপ্রিল নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
এক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ বিকাল ৫টায়। আর মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
এবারের অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১ মে বিকেল ৫টায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।