বিএনপি নেতা রকিবুলের ৮ সপ্তাহের আগাম জামিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:১৭, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিএনপি নেতা রকিবুলের ৮ সপ্তাহের আগাম জামিন

newsup
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪
বিএনপি নেতা রকিবুলের ৮ সপ্তাহের আগাম জামিন

নিউজ ডেস্ক: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ১১ মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রকিবুলের পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আর তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

পরে নিতাই রায় বলেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে ঢাকার রমনা ও পল্টন থানায় আটটি এবং খুলনার বিভিন্ন থানায় তিনটিসহ মোট ১১টি মামলায় আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।