ইউক্রেনে রাশিয়ার হামলা, ২৬ ড্রোন ভূপাতিতের দাবি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৬, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনে রাশিয়ার হামলা, ২৬ ড্রোন ভূপাতিতের দাবি

newsup
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪
ইউক্রেনে রাশিয়ার হামলা, ২৬ ড্রোন ভূপাতিতের দাবি

নিউজ ডেস্ক: ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ইরানে তৈরি ২৮টি ড্রোন দিয়ে দেশটি হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বৃহস্পতিবার এক টেলিগ্রামবার্তায় এ কথা জানান।

এদিনের হামলায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের।

টেলিগ্রাম বার্তায় ওলেশচুক বলেন,’২৮ মার্চ রাতে শত্রুরা তিনটি কেএইচ-২২ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কৃষ্ণ সাগর থেকে একটি কেএইচ-৩১পি অ্যান্টি-রাডার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায়। হামলায় রাশিয়া আরও ব্যবহার করেছে একটি এস-৩০০ বিমান বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র দোনেস্ক এবং ‘শাহেদ-১৩৬/১৩১’ টাইপের ২৮টি অ্যাটাক ইউএভি।’

হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ড্রোনগুলোর ২৬টি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

এই ড্রোনগুলো দিয়ে ওদেসা, খারকিভ, নিপ্রোপেত্রোভস্ক, ঝাপোরিঝঝিয়া অঞ্চলে হামলা করে রাশিয়া।

জাপোরিঝিয়ার গভর্নর জানিয়েছেন, রাশিয়ার এই ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।