নিউজ ডেস্ক: কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করে অবস্থান ও মিছিল করেছে ছাত্রলীগ।
রোববার দুপুরের দিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন নেতাকর্মীরা।
বুয়েটে প্রবেশের পর ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের শহিদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- ছাত্রলীগ নেতাকর্মীদের এমন স্লোগানে পুরো ক্যাম্পাস সরগরম হয়ে ওঠে। পরে সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল করতে করতে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে।তিনি বলেন, আমরা আজ এখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। বুয়েটের এই সিদ্ধান্ত মৌলিক অধিকার পরিপন্থি, সংবিধান পরিপন্থি, শিক্ষাবিরোধী সিদ্ধান্ত।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের সিট বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানান সাদ্দাম।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, এই ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় নাগরিক হিসেবে যাওয়ার অধিকার আমার হয়েছে। তাদের কাছে পারমিশন নিতে হবে? যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে তাকে আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং সেটা আমরা মেনে নেব, এই আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট দিয়ে পারমিশন নিয়ে ঢুকতে হবে?
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।