নিউজ ডেস্ক: তুরস্কে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়েছে। অন্যান্য ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। তুরস্কের স্থানীয় সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।
আজকের ভোটের প্রাথমিক ফল রাত ১০টয় প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
তুরস্কের এবারের স্থানীয় নির্বাচন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এমনকি প্রেসিডেন্ট এরদোগানের জনপ্রিয়তার পরিমাপও করা যাবে এবারের নির্বাচনের মাধ্যমে।
তুরস্কের প্রেসিডেন্ট এবারের নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর আগে বিরোধীদের কাছে হেরে যাওয়া গুরুত্বপূর্ণ শহরাঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন। ২০১৯ সালের নির্বাচনে ইস্তানবুল এবং রাজধানী আঙ্কারায় বিরোধীদের কাছে হেরে গিয়েছিল তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি(একেপি)।
প্রধান শহরগুলোতে নির্বাচনে জয়লাভ করা বিরোধীদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তুরস্কের ওজিগিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইভরেন বাল্টা। বিদেশি তহবিলে প্রবেশাধিকার, অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এই শহরগুলোর গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।