নিউজ ডেস্ক: হিন্দি,তামিল আর তেলেগু ভাষায় অভিনয় করে ভারতে বেশ জনপ্রিয় তাপসী পান্নু। দুটি ফিল্মফেয়ার, একটি ফিল্মফেয়ার ওটিটি সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।
ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি এবং বাড়ির মালিক। গুঞ্জন রয়েছে প্রেমিক ম্যাথিয়াস বোর সাথে গাঁটছাড়া বাঁধছেন তাপসী।
তাপসী পান্নু এবং তার বোন শগুনের ‘পান্নু পিন্ড’ নামে একটি আধুনিক বাড়ির রয়েছে। সেই বাড়ির মূল্য ১০ কোটি টাকা।
তাপসী পান্নুর কাছে মার্সিডিজ, বিএমডব্লিউসহ বেশ কিছু গাড়ি সংগ্রহে রয়েছে।
প্রযোজনার ক্ষেত্রে পদার্পণ করে তাপসী ইন্ডাস্ট্রির অভিজ্ঞ প্রাঞ্জল খানদিয়ার সাথে যৌথভাবে ‘আউটসাইডার ফিল্মস’ প্রতিষ্ঠা করেছেন।
অভিনয় এবং প্রযোজনা ছাড়াও তাপসী পান্নু ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে ৩৫ থেকে ৪০ লাখ টাকা নেন।
বিনোদন জগতের বাইরে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে পুনে সেভেন এসেস দলের মালিকানা কিনেছেন তাপসী পান্নু।
বছরে তাপসীর আয় ৪ কোটি টাকা। তার মোট সম্পদ প্রায় ৪৬ কোটি টাকা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।