নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে জেবিটিভি’র প্রেসিডেন্ট এবং দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ’র সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদের আয়োজনে ইফতার মাহফিল (ভিডিও সহ) - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৪২, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে জেবিটিভি’র প্রেসিডেন্ট এবং দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ’র সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদের আয়োজনে ইফতার মাহফিল (ভিডিও সহ)

newsup
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪
নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে জেবিটিভি’র প্রেসিডেন্ট এবং দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ’র সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদের আয়োজনে ইফতার মাহফিল (ভিডিও সহ)

নিউজ ডেস্ক: নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, জেবিটিভি’র প্রেসিডেন্ট এবং দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ সাময়িকীর সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদের আয়োজনে ইফতার মাহফিল অনষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের শেফ’স মহলে আবু জাফর মাহমুদ তার প্রতিষ্ঠান এজেডএম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশি গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে উপস্থিত সংবাদ ব্যক্তিত্বদের হাতে তুলে দেয়া হয় ড. আবু জাফর মাহমুদ সম্পাদিত বাংলা সামিয়িকী জয় বাংলাদেশ ও ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভ-এর দ্বিতীয় সংখ্যা। অনুষ্ঠানে নিউইয়র্কের সাংলা মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় তারাও তাদের তাৎক্ষণিক অভিব্যক্তি প্রকাশ করে নতুন দুটি সংবাদমাধ্যমের সফলতা কামনা করেন। সাংবাদিক আদিত্য শাহিনের সঞ্চানলায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাদেক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।