যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আহমদের উদ্যোগে চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসায় ইফতার বিতরণ করেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৯, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আহমদের উদ্যোগে চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসায় ইফতার বিতরণ করেন

newsup
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আহমদের উদ্যোগে চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসায় ইফতার বিতরণ করেন

সিলেট ব্যুরো চীফ সোলেমান হোসেন চুন্নু : পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকেলে ২০ রামাদ্বান চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসার আয়োজনে সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা কুতুব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে গরীব অসহায় পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। সামাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এসব মহতী উদ্যোগে এগিয়ে আসতে হবে। সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে যে ইফতার বিতরণ করা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুম, মুজিবুর রহমান নান্নু মিয়া, মাওলানা মুহিবুল্লাহ, হাফিজ জুনেদ আহমদ, জুনেদ আহমদ সাউদিয়া, হাসান আহমদ হাসু, জুবের আহমেদ, মিজু আহমেদ, আমির উদ্দিন, মুমিনুল আহমেদ, আবিদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।