নবীগঞ্জ দিঘলবাক ইউনিয়নের এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর ইফতার মাহফিল – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৫৩, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নবীগঞ্জ দিঘলবাক ইউনিয়নের এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর ইফতার মাহফিল

newsup
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪
নবীগঞ্জ দিঘলবাক ইউনিয়নের এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর ইফতার মাহফিল

নিউজ ডেস্ক: রমজানের শিক্ষার মাধ্যমে নিজের জীবন গঠনের
পাশাপাশি সমাজের কল্যানে কাজ করার আহবান

নবীগঞ্জ দিঘলবাক ইউনিয়নের”এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে” এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নবীগঞ্জ থানার দিঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে গালিমপুর ও মাধবপুর গ্রামের সর্বস্তরের রোজাদারদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর ট্রাস্টি বিশিষ্ট কমিউনিটি নেতা এফ কে এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালিমপুর মাধবপুর মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হুমায়ুনুর রহমান লিখন,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, গ্রামের বিশিষ্ট মুরব্বী লাল মিয়া তালুকদার । মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর ট্রাস্টি বিশিষ্ট কমিউনিটি নেতা এফ কে এম শাহজাহান বলেন রমজান হচ্ছে ত্যাগ,প্রশিক্ষনও সংযমের মাস। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের নিজের জীবন গঠনের পাশাপাশি সমাজের কল্যানে কাজ করার আহবান জানান।

উক্ত ইফতার মাহফিলে অত্র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা বশির উদ্দিন, শিক্ষকম-লী, মসজিদের ইমাম গালিমপুর ও মাধবপুর গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।