আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে:ড. মোমেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৪, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে:ড. মোমেন

newsup
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪
আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে:ড. মোমেন

শরীফ গাজী-সিলেট প্রতিনিধি :“ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে।  শেখ হাসিনা সরকার দেশের দারিদ্র বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশের দারিদ্রতা দূর হবে। বাংলাদেশকে একটি উন্নত, স্মার্ট,  ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে।”

৯ এপ্রিল (মঙ্গলবার) সিলেট কদমতলী বাস টার্মিনালে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।

২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুলজার আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জুবেল আহমদ, এম এস ইসলাম প্রমুখ।

এর আগে ড. মোমেন সিলেট শাহজালাল (র.) মাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদেরকে উন্নয়ন কার্যক্রম যথাসময়ে শেষ করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।