ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Daily Ajker Sylhet

newsup

১৩ এপ্রি ২০২৪, ০২:১৯ অপরাহ্ণ


ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদের দিন বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। আবহাওয়া কিছুটা খারাপ থাকার কারণে নির্ধারিত স্থান স্থানীয় একটি পার্কের পরিবর্তে ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রবাসে শত কর্মব্যস্ততার পরে ও পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে। ঈদ আনন্দ একে ওপরের সাথে ভাগ করেছেন সবাই। এই আয়োজনে রকমারি বাসায় তৈরী খাবার নিয়ে আসেন প্রবাসী নারীরা। যা অনুষ্ঠানকে আরো সমৃদ্ধি করেছে।

বৃহত্তর সিলেট সমিতির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যের সহযোগিতায় উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে সমিতির নারী নেতৃবৃন্দদের পরিশ্রমে ঈদ আনন্দের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।

শিশু কিশোরদের কবিতা ছড়া ও কেরাত পরিবেশনা ছিল অনেক সুন্দর। নারীদের তৈরী খাবার এর আয়োজন উপস্থিত সকলেই প্রশংসা করেন এবং সমিতির পক্ষ থেকে সকল নারীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নানান আয়োজন ও আড্ডা আর ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।