ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২৪, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন

newsup
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪
ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন

নিউজ ডেস্ক: সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কন্স্যুলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এর জবাবে সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানিয়েছে।

তবে ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন। অবশ্য সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

রোববার দেওয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের। সিরিয়ায় ইরানের কন্সুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বুদ্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।