পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা প্রদান করেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৮, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা প্রদান করেন

newsup
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সংবর্ধনা প্রদান করেন

সিলেট প্রতিনিধি-শরীফ গাজী: সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে সিলেট নগরীর মাছিমপুরস্থ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মনোজ কপালী মিন্টু এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ঘাতক দালাল নির্মুল কমিটি মহানগর শাখার সভাপতি কিশোর কুমার, সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, ব্রজ গোপাল চৌধুরী, অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বুশরা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, অধ্যক্ষ শামসুল উসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক জান্নাত আরা খাঁন পান্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনোরঞ্জন তালুকদার, গোলাম দস্তগীর খাঁন সামিন, কাজী আশরাফ, আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সুজিত চৌধুরী, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফয়ছল মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো. তাজুল ইসলাম লিটন, সদর উপজেলার সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ, গোলাপঞ্জ সদর উপজেলার সভাপতি গোলাম দস্তগির খান ছামিম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি প্রকৌশলী মো. আলাউদ্দীন, যুব কমান্ড নেতা এজাজ আহমদ, বিশ^নাথ সন্তান কমান্ডের সাংস্কৃতিক সম্পাদক বিশ^জিত কুমার দেব, সদর উপজেলার সদস্য ডিপজল পাত্র, মো. সাদু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।