বেলাডি অ্যালগরিদমের স্রষ্টা ল্যাসলো বেলাডির জন্ম - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৮, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বেলাডি অ্যালগরিদমের স্রষ্টা ল্যাসলো বেলাডির জন্ম

newsup
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৪
বেলাডি অ্যালগরিদমের স্রষ্টা ল্যাসলো বেলাডির জন্ম

ল্যাসলো বেলাডিকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

নিউজ ডেস্ক: ২৯ এপ্রিল ১৯২৮
বেলাডি অ্যালগরিদমের স্রষ্টা ল্যাসলো বেলাডির জন্ম
কম্পিউটারের কার্যক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিতে ব্যবহৃত বেলাডি অ্যালগরিদমের স্রষ্টা ল্যাসলো বেলাডি হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। বেলাডি আইবিএমে ২৩ বছর সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেন। আইবিএমে থাকার সময় ১৯৬৬ সালে ল্যাসলো বেলাডির মেমোরি ক্যাশিংয়ের তাত্ত্বিক অ্যালগরিদম প্রণয়ন করেন। ১৯৮০–এর দশকের মাঝামাঝি সময়ে তিনি মিৎসুবিশি ইলেকট্রনিকস রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেন। ল্যাসলো বেলাডি হাঙ্গেরির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বুদাপেস্ট থেকে যন্ত্রকৌশলে স্নাতক এবং ১৯৫০ সালে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জে ডি বার্নিয়ারা প্রাইজ ফর এক্সেলেন্স ইন ইনফরমেশন, আইইইই ফেলোশিপসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২১ সালের ৬ নভেম্বর ল্যাসলো বেলাডি মারা যান।

অ্যাপলের ভয়েসওভারউইকিমিডিয়া কমন্স


২৯ এপ্রিল ২০০৫
অ্যাপল নিয়ে এল ভয়েসওভার
দৃষ্টিপ্রতিবন্ধীদের কম্পিউটার বা স্মার্টফোনের পর্দা পড়ে শোনানোর সফটওয়্যার ভয়েসওভার প্রকাশ করে অ্যাপল ইনকরপোরেটেড। অ্যাপলের ম্যাকওএস, আইওএস, টিভিওএস, ওয়াচওএস ও আইপড অপারেটিং সিস্টেমে চলে ভয়েসওভার। দৃষ্টিপ্রতিবন্ধী এবং যাঁরা চোখে একেবারেই কম দেখেন, তাঁদের উপযোগী করেই তৈরি হয়েছিল ভয়েসওভারের নকশা। পর্দায় যা দেখা যায়, সেটাই কথার মাধ্যমে ব্যবহারকারীকে শোনায় ভয়েসওভার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।