ডেস্ক নিউজঃ মিশিগানের অতি পরিচিত মুখ, বিশিষ্ট সাহিত্যিক জুলহাস খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে পালিত হয়েছে। জুলহাস খানের মৃত্যু বার্ষিকীতে আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ যুবসংঘ কার্যালয়ে ১০জন চলাচল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করে।এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। প্রেস ক্লাবের সহ- সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার।
বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জপ্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ।
সভায় বক্তব্য রাখেন,হাজি মোহাম্মদ আলমাস উদ্দীন। দোয়া পরিচালনা করেন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার
সভা শেষে অতিথি বৃন্দ ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১০জনশারিরীক ভাবে চলাচলে অক্ষম নারী ,পুরুষ ও শিশুদের মাঝে উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়। জুলহাস খানের মৃত্যু বার্ষিকীতে কোর আন এ খতম ও দোয়া মাহফিল অনুস্টিত হয়। আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশন এ ছাড়াও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করে।আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জুয়েল খান বলেন, আমাদের পিতা আলাউদ্দিন খান ও পিতৃতুল্য বড় ভাই জুলহাস খানের স্মৃতি রক্ষায় আমরা ভাইবোনের সম্মিলিত প্রচেষ্টায় আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশন ২০২২ সালে প্রতিষ্ঠা করি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা বছর আমরা অসহায় মানুষদের কল্যাণে কাজ করছে করে যাচ্ছি। আমাদের মানবিক কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
উল্লেখ্য মিশিগানের বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ, ওয়ারেন শহরের বাসিন্দা বিশিষ্ট সাহিত্যিক জুলহাস খান রমজান মাসে তারাবীর নামাজরত অবস্থায় মসজিদে অসুস্থ হয়ে পড়েন। ২০২২ সালের ১৮ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাস খান মৃত্যুবরণ করেন।প্রেসবিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।