নিউইয়রকের কমিউনিটি সবার পরিচিত জাবেদ উদদিনের মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন কারীদের প্রতি কৃতজ্ঞতা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৫২, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়রকের কমিউনিটি সবার পরিচিত জাবেদ উদদিনের মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন কারীদের প্রতি কৃতজ্ঞতা

newsup
প্রকাশিত মে ৭, ২০২৪
নিউইয়রকের কমিউনিটি সবার পরিচিত জাবেদ উদদিনের মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন কারীদের প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : নিউইয়রকের জনপ্রিয় কমিউনিটি সবার পরিচিত মৌলভীবাজার ডিসট্রিকট সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ সভাপতি, এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক, বাংলানিউজইউএসডটকম, সাপ্তাহিক সুসময় ও ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা, মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলুর ইউনিয়নের কেশবচর গ্রামের জাবেদ উদদিনের মা গত ৩ মে বাংলাদেশে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন । মরহুমার জানাযার নামায নিজ গ্রামে অনুষঠিত হয় । জানাযায় মৌলভীবাজার জেলার বিশিষ্টজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃনদ উপসথিত ছিলেন । মরহুমার মৃত্যুতে নিউইয়রকের বিভিন্ন সংগঠন ও ব্যকতিবরগ শোক জ্ঞাপন করেন । এর মধ্যে উল্লেখযোগ্য হল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি, মৌলভীবাজার ডিসট্রিকট সোসাইটি অব ইউএসএ, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব, রোটারেকট ক্লাব অব নিউইয়রক কুইনস, সাপ্তাহিক সুসময় ও বাংলানিউজইউএসডটকম পরিবার সহ নিউইয়রকের বিভিন্ন সামাজিক সংগঠন । জাবেদ উদ্দিন প্রতিবেদককে বলেন, আমার গর্ভধারীণি মায়ের মৃত্যুর খবর শুনে দেশের প্রবাসের যারা ফোন করেছেন, দেখা করে সান্তনা দিয়েছেন, জানাযা ও দাফনে উপসথিত ছিলেন সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি মহান আল্লাহর কাছে আমার মায়ের জাননাতুল ফেরদৌস কামনা করে দোয়া চাইছি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।