নিজস্ব প্রতিবেদক : নিউইয়রকের জনপ্রিয় কমিউনিটি সবার পরিচিত মৌলভীবাজার ডিসট্রিকট সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ সভাপতি, এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক, বাংলানিউজইউএসডটকম, সাপ্তাহিক সুসময় ও ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা, মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলুর ইউনিয়নের কেশবচর গ্রামের জাবেদ উদদিনের মা গত ৩ মে বাংলাদেশে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন । মরহুমার জানাযার নামায নিজ গ্রামে অনুষঠিত হয় । জানাযায় মৌলভীবাজার জেলার বিশিষ্টজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃনদ উপসথিত ছিলেন । মরহুমার মৃত্যুতে নিউইয়রকের বিভিন্ন সংগঠন ও ব্যকতিবরগ শোক জ্ঞাপন করেন । এর মধ্যে উল্লেখযোগ্য হল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি, মৌলভীবাজার ডিসট্রিকট সোসাইটি অব ইউএসএ, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব, রোটারেকট ক্লাব অব নিউইয়রক কুইনস, সাপ্তাহিক সুসময় ও বাংলানিউজইউএসডটকম পরিবার সহ নিউইয়রকের বিভিন্ন সামাজিক সংগঠন । জাবেদ উদ্দিন প্রতিবেদককে বলেন, আমার গর্ভধারীণি মায়ের মৃত্যুর খবর শুনে দেশের প্রবাসের যারা ফোন করেছেন, দেখা করে সান্তনা দিয়েছেন, জানাযা ও দাফনে উপসথিত ছিলেন সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি মহান আল্লাহর কাছে আমার মায়ের জাননাতুল ফেরদৌস কামনা করে দোয়া চাইছি ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।