নারকেল থেকে বিকল্প জ্বালানি ‘বায়োডিজেল’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩১, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নারকেল থেকে বিকল্প জ্বালানি ‘বায়োডিজেল’

newsup
প্রকাশিত মে ১১, ২০২৪
নারকেল থেকে বিকল্প জ্বালানি ‘বায়োডিজেল’

নিউজ ডেস্ক: পাপুয়া নিউগিনির কারকার দ্বীপে যত দূর চোখ যায়, শত শত নারকেলগাছ দেখা যাবে। কয়েক দশক আগেও এখনকার আকর্ষণীয় রপ্তানি পণ্য ছিল নারকেল। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে নারকেলের ব্যবসা আকর্ষণ হারিয়েছে। ফলে দেশটির উত্তর উপকূলের এই দ্বীপে নারকেল ভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।

নারকেলের যে সাদা শাঁস বা কোপরা থেকে নারকেল তেল তৈরি হয়, সেটি ব্যবহার করে বায়োডিজেল তৈরি করছে দেশটি। এই বায়োডিজেল হচ্ছে জৈবিক উত্স থেকে তৈরি নবায়নযোগ্য জ্বালানি। কারকার দ্বীপে এই জ্বালানি তেল ব্যবহার করে স্কুল ও হাসপাতালে বিদ্যুৎ এবং জাহাজ চালানো হচ্ছে।

কারকার দ্বীপের কুলিলি নারকেল বাগানটি ৯৮০ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত। কুলিলির ব্যবস্থাপনা পরিচালক ড্রেক মিডলটন বলেন, তাঁরা প্রতিবছর ছয় লাখ লিটার নারকেলভিত্তিক জৈব জ্বালানি বা বায়োডিজেল উৎপাদন করেন। ২০০৭ সালে তাঁদের এ প্রকল্প শুরু হয়। নারকেল থেকে বায়োডিজেল তৈরিতে ওই বছর কুলিলিতে একটি কারখানা গড়ে তোলেন তাঁরা। এখন উৎপাদন বাড়াতে প্রকল্প আরও বড় করার উদ্যোগ নিচ্ছেন।

মিডলটন বলেন, তাঁদের তৈরি বায়োডিজেল সরকারি বিভিন্ন গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, জাহাজ, জেনারেটরের পাশাপাশি নিজস্ব কারখানাগুলোতেও ব্যবহার করা হচ্ছে।

পাপুয়া নিউগিনিতে নারকেল থেকে তৈরি এই বায়োডিজেল ইতিমধ্যে ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর দামও তুলনামূলকভাবে কম। এর ব্যবহার আরও বৃদ্ধির উপায় ও বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার নিয়ে গবেষণা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।