তাপপ্রবাহ কমেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক সময়সূচিতে ক্লাস-পরীক্ষা

Daily Ajker Sylhet

newsup

১১ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ


তাপপ্রবাহ কমেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক সময়সূচিতে ক্লাস-পরীক্ষা

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। তাপপ্রবাহের কারণে পরীক্ষায় স্থগিত রেখে, অনলাইনে ক্লাস ও সময় কমিয়ে সশরীর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় আগের সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে মঙ্গলবার অনলাইনেই ক্লাস চালু থাকবে।

আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীর ক্লাস ও পরীক্ষা যথারীতি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। তবে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চালু থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।