কপাল খুললো অ্যাস্টন ভিলার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:২০, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কপাল খুললো অ্যাস্টন ভিলার

newsup
প্রকাশিত মে ১৬, ২০২৪
কপাল খুললো অ্যাস্টন ভিলার

ডেস্ক রিপোর্ট: গেল মৌসুম শেষে অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন যে পরবর্তী মৌসুমে তার ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবেন। তবে সে সময় তার এমন মন্তব্যে অনেকে উপহাস করেছিল। কেননা ক্লাবটির তখনকার পারফরম্যান্স অনুসারে বিষয়টি ছিল প্রায় অবাস্তব। তবে সেই স্বপ্নকেই বাস্তবে রূপান্তরিত করেছে উনাই এমেরির শিষ্যরা। গেল পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দ্য লায়নরা। তবে একই রাতে আরেক ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। সেই ম্যাচে টটেনহামকে ২-০ গোলে হারায় গার্দিওলার শিষ্যরা। এতেই কপাল খুলে ভিলার। প্রিমিয়ার লিগের র্শীষ চারে থাকায় প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে ইংলিশ ক্লাবটি। ইউরোপের সেরা এই টুর্নামেন্টের নাম যখন ইউরোপিয়ান কাপ ছিল, তখন একবার শিরোপা জিতেছিল ভিলা। ৪১ বছর আগে, অর্থাৎ ১৯৮২-৮৩ মৌসুমে শেষ বার ইউরোপিয়ান কাপে খেলেছে তারা। একবার ইউরোপিয়ান কাপে চ্যাম্পিয়ন হলেও ১৯৯১-৯২ মৌসুমে টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়নস লিগ রাখার পর থেকে ভিলা আর সুযোগ পাননি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলেছে টেবিলের র্শীষে থাকা পাঁচটি দল। তবে টটেনহামের থাকে ৫ পয়েন্ট এগিয়ে থাকায় এক ম্যাচ হাতে রেখে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার টিকিট নিশ্চিত করে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ভিলার বিপক্ষে ড্র করেও পয়েন্ট টেবিলের এগিয়ে থাকায় আগেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে লিভারপুল। প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করা চার দল হলো: ম্যানচেস্টর সিটি, আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে অ্যাস্টন ভিলা। এমন জয়ের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ এটি ভিডিও শেয়ার করে দলটি। সেই ভিডিওতে দেখা যায় চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জনের পর ভিলা পার্কে বার্ষিক অ্যাওয়ার্ডস নাইটে অ্যাস্টন ভিলার কোচ এমেরি তার খেলোয়াড়দের নিয়ে উদযাপন করছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ওঠার বিষয়ে নিয়ে অ্যাস্টন ভিলার কোচ এমেরি বলেন, ‘দিনটা বিশেষ। এখানে (চ্যাম্পিয়নস লিগ) পৌঁছাতে আমরা মৌসুমটা শুরু করেছিলাম। চোট থাকলেও আমরা মনোযোগ ধরে রাখতে পেরেছি। চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাটা অনেক বড় একটি ব্যাপার। কেউই আশা করেনি আমরা এখানে আসতে পারব। তবে আমরা সেটা করে দেখিয়েছি।’ তবে গেল পরশু রাতে এক লজ্জার রেকর্ড গড়লেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের দ্বিতীয় মিনিটে তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুর। সেইসঙ্গে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ আত্মঘাতী গোলের মালিক আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।