ব্রাজিলে ২০২৭ ফুটবল বিশ্বকাপ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৪, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্রাজিলে ২০২৭ ফুটবল বিশ্বকাপ

newsup
প্রকাশিত মে ১৭, ২০২৪
ব্রাজিলে ২০২৭ ফুটবল বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট:২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক হতে জোট বেঁধেছিল ইউরোপের তিন জায়ান্ট দেশ নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। তাদের সঙ্গে লড়াই ছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। ফিফা কংগ্রেসে ভোটাভুটি শেষে আসন্ন দশম নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। শুক্রবার ব্যাংককে ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯টি ভোট পায় ব্রাজিল। অন্যদিকে, যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানির ভাগে পড়ে ৭৮টি ভোট। অবশ্য চূড়ান্ত ভোটাভুটির আগে ব্রাজিলের দিকেই পাল্লা ভারী ছিল। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। আশা করি সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। বিএনজিকে (বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি) অনেক ধন্যবাদ চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতার জন্য।’ এদিকে দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেজ। তিনি বলেন, ‘আমরা জানতাম বিজয় আসবে। অহংকার করে বলছি না, নিশ্চিতভাবেই আমরা সেরা বিশ্বকাপ উপহার দেব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।