ডেস্ক রিপোর্ট: প্রায় এক মাস পর শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই সময়টা কানাডায় ছিলেন। মূলত ভাইয়ের সঙ্গে রোজার ঈদ কাটাতেই মায়ের সঙ্গে এই সফরে গিয়েছিলেন এ অভিনেত্রী। কানাডার বিভিন্ন জায়গায় এ ক’দিন ঘুরে বেড়িয়েছেন। অন্যরকম একটি সময় পার করেছেন। এবার দীর্ঘ ছুটি শেষে কাজে ফিরেছেন হিমি। কোরবানি ঈদের কাজ নিয়ে টানা শুটিংয়ে তিনি ব্যস্ত থাকবেন বলে জানালেন। হিমি বলেন, একমাস পর শুটিংয়ে ফিরেছি। কানাডায় ছিলাম মাইনাস ডিগ্রি তাপমাত্রায়। আর দেশে ফিরেই পেলাম অতিরিক্ত গরম। সব মিলিয়ে বেশ বেগ পেতে হচ্ছে শুটিং করতে। তারপরও অভিনয়টা যেহুতু আমার পেশা, ভালোবাসার জায়গা। কাজটা করে যেতেই হবে। এদিকে সম্প্রতি নিলয় ও হিমি অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ ২০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। দেশে ফিরেই তাই কেক কেটে টিমের সঙ্গে একটা ছোট সেলিব্রেশন করে ফেললেন। আর তিনি যে দু’টি নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরলেন হিমি সেগুলোর নাম ‘আত্মীয়’ এবং ‘জামাই শ্বশুরের লড়াই’। পরিচালনায় মহিন খান। দুটি নাটকেই নিলয়ের বিপরীতে অভিনয় করছেন হিমি। এ নাটকগুলোতে আরও রয়েছেন তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু প্রমুখ। হিমি বলেন, দু’টিই পারিবারিক গল্পের মজার নাটক। ঈদের জন্য করা হয়েছে এর শুটিং। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এদিকে এর বাইরে ঈদ পর্যন্ত শুটিংয়ের এই ব্যস্ততা চলবে হিমির।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।