ডেস্ক রিপোর্ট: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) এমন একটি টুল তৈরি করেছে অস্ট্রেলিয়ার একদল গবেষক যা কম সময়ে ও নির্ভুলভাবে ব্রেইন টিউমার শনাক্ত করতে সক্ষম।গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক। শুক্রবার তাদের প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায়, গবেষকদের তৈরি ‘ডেপ্লয়’ নামের এই টুলটি মস্তিষ্কের টিস্যুর আণুবীক্ষণিক ছবি বিশ্লেষণ করে কাজ করে থাকে। এই বিশেষ টুলটি শুধু ব্রেইন টিউমার শনাক্ত করাই নয়, এটিকে ১০টি উপধরনে শ্রেণিভুক্ত করতেও সক্ষম। এই প্রকল্প প্রধানদের একজন এএনইউ’র বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের দান-তাই হোয়াং। তিনি বলেন, ‘ব্রেইন টিউমার শনাক্ত এবং তার নানা উপধরনে শ্রেণিবদ্ধ করার জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে, তাতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় এবং বিশ্বের সব জায়গায় এই পদ্ধতি সহজলভ্য নয়।’ তিনি বলেন, ‘ডিএনএ মিথাইলেশন-ভিত্তিক প্রোফাইলিং প্রক্রিয়ার বর্তমান পদ্ধতিটি যতটা সময় নেয়, সে তুলনায় এআই টুলটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল দিতে সক্ষম।’ অভূতপূর্বভাবে ‘ডেপ্লয়’ ৯৫ শতাংশ নির্ভুলভাবে ফলাফল দিতে সক্ষম হয়েছে বলে জানান হোয়াং। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় ৪ হাজার রোগীর ওপর পরীক্ষা চালিয়ে তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ড্রেপ্লয়’কে প্রশিক্ষিত করা হয়েছে। এর দেওয়া ফলাফল যাচাই করা হয়েছে বলে জানান হোয়াং। তিনি বলেন, ‘ভবিষ্যতে এটি কোনো প্যাথলজিস্টের প্রাথমিক রোগ নির্ণয়ে যুক্ত করতে বা যদি ভিন্ন ফলাফল আসে, তা পুনর্মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে।’গবেষকরা বিশ্বাস করেন, এই টুলটি ক্যান্সারের অন্যান্য ধরন শ্রেণিবদ্ধ করতেও সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।