ডেস্ক রিপোর্ট: লন্ডন থেকে মির্জা আবুল কাসেম.ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এবার বিক্ষোভে নেমেছেন বাঙালিজ ফর প্যালেস্টাইন এই সংগঠনের ব্যানারে ব্রিটিশ বাঙালি বাংলাদেশি সচেতন নাগরিকরা। শনিবার (১৮ মে ২০২৪) সকালে পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটসে এবং দুপুরে লন্ডনের বিবিসি অফিসের সম্মুখ থেকে ১০ ডাইনিং স্টিট পর্যন্ত ব্রিটিশ বাঙালিসহ বহুজাতিক মানুষেরা জাস্টিজ ফর প্যালেস্টাইন এই শ্লোগানে বাঙালিজ ফর প্যালেস্টাইন এই সংগঠনের ব্যানারে শত শত ব্রিটিশ বাঙালিরা সমবেত হয়ে মুখরিত করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, গবেষক আনসার আহমেদ উল্লাহ, নুরুউদ্দিন আহমেদ,রাজন উদ্দিন জালাল ডাঃ রেজাউল করিম, রফিক উল্লাহ, শেখ নুর, সাইফুল আলম, ফারুক খান, এনাম হক, সৈয়দ গুলাব আলী, শাহেদ রাহমান, সাংবাদিক জুয়েল রাজ সহ বহুজাতিক মানুষেরা এ বিক্ষোভে অংশ গ্রহণ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।