ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান সম্পর্কে জানার আগ্রহের অন্ত নেই। প্রেসিডেন্টকে বহনকারী এ বিমানের নাম এয়ারফোর্স ওয়ান। এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে অন্যতম। এটি যেন আকাশের বুকে এক বিস্ময়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিশেষভাবে এ বিমানটি তৈরি করেছে, যেখানে সব ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে বিমানটি নিয়ে ব্যাপক আলোচনার কারণে এ বিমানটি অনেক পরিচিত। অত্যাধুনিক সুবিধা ও নিরাপত্তাসহ তিন ভাগে বিমানের বহর রাখা হয়েছে। চার হাজার বর্গ ফুটের বিমানের সিংহভাগ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বরাদ্দ। আছে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম ও কনফারেন্স রুম। সিনিয়র সদস্যদের জন্য আলাদা অফিস রুমও রয়েছে। এছাড়াও আছে আরও একটি খাবার জায়গা। যেখানে একসঙ্গে ১০০ জন বসে খেতে পারেন। সিনিয়র সদস্য, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বিমানের কর্মীদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।