মলদোভার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানালেন ব্লিংকেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫৫, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মলদোভার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানালেন ব্লিংকেন

editorbd
প্রকাশিত মে ৩১, ২০২৪
মলদোভার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানালেন ব্লিংকেন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার চিসিনাউয়ে তার সফরের সময় মলদোভার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসাথে দেশটিকে তার জ্বালানি শক্তির সুরক্ষা বৃদ্ধির জন্য এবং রাশিয়ার অপতথ্য মোকাবেলার জন্য সাড়ে তেরো কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবারের এই সফরের সময়ে ব্লিংকেন ইউএসআইডির অর্থায়নে সাড়ে আট কোটি ডলার পর্যন্ত প্রদানের কথা ঘোষণা করেন যা মলদোভার জাতীয় বিদ্যুৎ গ্রিডে ভর্তুকি হিসেবে কাজ করবে এবং রোমানিয়া, ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপীয় বাজারের সাথে বিদ্যুৎ বাণিজ্য বৃদ্ধি করবে। তিনি এই পশ্চিমি দেশের সমর্থক দেশটিকে যে কিনা রাশিয়ার কাছ থেকে নতুন করে হুমকির সম্মুখীন হচ্ছে আরো সাহায্য দেয়ার কথা বলেছেন। মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর সাথে ব্লিংকেন একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আজ আমি ঘোষণা করছি যে- আমরা অপতথ্যের বিরুদ্ধে জ্বালানি শক্তি এবং কৃষি ক্ষেত্রের সংস্কারের প্রচেষ্টা এগিয়ে নিতে আরো পাঁচ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসের সাথে কাজ করবো। তিনি আরো বলেন, ‘আর সেটি মলদোভাকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমের সাথে একাত্মবোধের যে সুযোগ করে দেবে তাতে রাশিয়ার হস্তক্ষেপকে প্রতিহত করা সম্ভব হবে এবং আরো বেশি অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।’মলদোভার বিচ্ছিন্ন হওয়া ত্রান্সনিস্ত্রিয়া অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই বাইডেনের এই সফর হলো। মলদোভা রাশিয়ার বিরুদ্ধে তাদের সরকার উত্খাত এবং ইউরোপীয় ইউনিয়নে তাদের যোগদানের লক্ষ্যকে বানচাল করার লক্ষ্যে নির্বাচনে হস্তক্ষেপ এবং অপ-তথ্য প্রচারণার মাধ্যমে মিশ্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে। রাশিয়া এই সব অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।