ইসরাইলকে সহযোগিতার প্রতিবাদে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার পদত্যাগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০২, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইসরাইলকে সহযোগিতার প্রতিবাদে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার পদত্যাগ

editorbd
প্রকাশিত জুন ১, ২০২৪
ইসরাইলকে সহযোগিতার প্রতিবাদে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: গাজা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল নীতির প্রতিবাদে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন স্ট্যাসি গিলবার্ট নামের ওই কর্মকর্তা। তিনি বলেছেন, কংগ্রেসের একটি প্রশাসনিক প্রতিবেদনকে কেন্দ্র করে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ওই প্রতিবেদনে তিনি বলেছিলেন ইসরাইল গাজায় মানবিক সহায়তা বন্ধ করেনি। তবে পরে তিনি স্বীকার করেছেন তার ওই প্রতিবেদনটি মিথ্যা ছিল যার ভিত্তিতে বৃহস্পতিবার তিনি তার পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্টেসি গিলবার্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি কংগ্রেসে জমা দেওয়া বাইডেন প্রশাসনের ওই প্রতিবেদনে কাজ করা একজন বিশেষজ্ঞ ছিলেন।এক সাক্ষাৎকারে গিলবার্ট বলেছেন, মার্কিন ওই প্রতিবেদনে স্পষ্টভাবে একটি ভুল রয়েছে এবং প্রতিবেদনটিতে যা রয়েছে তা পুরোপুরি ভুল ছিল। অন্যদিকে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলি বাধার কথা জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। দীর্ঘ প্রায় আট মাস ধরে ইসরাইল গাজাজুড়ে মানবিক সাহায্য প্রবেশে ক্রমাগতভাবে বাধা দেওয়ার অভিযোগ করে আসছে। উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে মানবাধিকার গোষ্ঠী এবং অন্যান্য সমালোচকরা ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার জন্য এবং ইসরায়েলের বর্বর আগ্রাসনের পক্ষাবলম্বনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছেন।

সুত্র: দৈনিকবাংলাদেশ অনলাইন ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।