স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা

Daily Ajker Sylhet

editorbd

০২ জুন ২০২৪, ০৪:১১ অপরাহ্ণ


স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ল্যানসিং শহর থেকে প্রায় তিন ঘন্টার দুরুত্বে অবস্থিত স্কাইব্রিজ। মিশিগানে বেড়ানোর সেরা জায়গার মধ্যে এটি একটি। বিশ্বের দীর্ঘতম কাঠের নির্মিত এই দৃষ্টিনন্দন ব্রিজটির উচ্চতা ১০০ ফুটেরও বেশি এবং দৈর্ঘ্য ১,২০০ ফুট। এটি মিশিগানের অন্যতম আকর্ষণীয় ব্রিজ। সম্প্রতি মেরামতের পর সেতুটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই আকর্ষণীয় ব্রিজ সারা বছর ধরে সুন্দর ছবি তোলার জন্য দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তবে এখানে শীত মৌসুমে ভ্রমণের জন্য উৎকৃষ্ট সময়। বিশেষ করে এখানে তুষারপাতের মনোরম দৃশ্য সত্যি নজর কাড়ার মতো।ব্রিজটি খুব সুন্দর এবং এখানে বেশ সহজে হেঁটে যাওয়া যায়। যদিও অনেকেই এর উচ্চতার জন্য শিহরিত হয়ে থাকেন। মৃদু বাতাস প্রবাহের সময় অনেক দর্শনার্থী এতে একযোগে হাঁটে। যা তাদেরকে ভ্রমণের অনন্য অভিজ্ঞতা দিয়ে থাকে। আর এই ব্রিজের অন্যপাশে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য জনপ্রিয়তা পাচ্ছে।

সুত্র: বাংলা সংলাপ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।