ডেস্ক রিপোর্ট: উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আজ ৭ জুন, শুক্রবার সকাল থেকে উত্তরা ১৩ নং সেক্টরস্থ রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে শুরু হয়েছে রিস ফিদে স্ট্যান্ডার্ড রেটিং স্কুল দাবা টুর্নামেন্ট-২০২৪। সারা দেশের ৩২ টি স্কুলের ৫০ জন শিক্ষার্থী দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আজ সকালে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান হাসান হাফিজুর রহমান, সাধারণ বীমা করপোরেশনের জিএম রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট সাহিত্যিক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মীর লিয়াকত আলী। দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এরা হলেন আয়াশ আব্দুল্লাহ বিন খাজির, সাফায়াত কিবরিয়া আজান, আহনাফ তাহমিদ দাইয়ান, নীহান আব্দুল্লাহ, সায়ান আরীব রিফাত, ওয়ারিসা হায়দার, আহরাফ হোসেন, আবরার রেজাউল আহনাফ এবং জারিফ খন্দকার। আগামীকাল সকাল ৯:৩০ এ একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭:৩০ এ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।