চূড়া থেকে খাদে সাকিব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৯, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চূড়া থেকে খাদে সাকিব

editorbd
প্রকাশিত জুন ১২, ২০২৪
চূড়া থেকে খাদে সাকিব

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ম্লান নৈপুণ্যের পর ভারতের সাবেক তারকা ওপেনার বিরেন্দর শেবাগ সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘লজ্জায় তার অবসর নিয়ে নেওয়া উচিত।’ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে র‌্যাংকিং নিয়ে আরও বড় দুসংবাদ পেলেন সাকিব। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ থেকে একেবারে পঞ্চম অবস্থানে নেমে গেছেন বাংলাদেশের সেরা তারকা। গতকাল আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)। এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে তেমন কোনো নৈপুণ্য দেখাতে পারেননি সাবেক এই অধিনায়কের। চার ওভার করলেও ৩৬ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন মোটে ১১ রান। স্বাভাবিকভাবেই তাই রেটিং পয়েন্টে প্রভাব পড়েছে নেতিবাচকভাবে। সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগ বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) শীর্ষে এবং তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে ওঠে গেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।