সূচক বাড়লেও কমেছে কোম্পানির শেয়ারদর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৮, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সূচক বাড়লেও কমেছে কোম্পানির শেয়ারদর

editorbd
প্রকাশিত জুলাই ১, ২০২৪
সূচক বাড়লেও কমেছে কোম্পানির শেয়ারদর

ডেস্ক রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি এই বাজারে লেনদেনও বেড়েছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত রোববার ডিএসইতে লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিক্রয় চাপে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচকটি মাত্র ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। গত রোববার ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮০ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ারবাজারে গত রোববার টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো- সি পার্ল বিচ রিসোর্ট, লিন্ডে বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশ, এশিয়াটিক ল্যাবরেটরিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইউনিক হোটেল। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) গত রোববার লেনদেনকৃত মোট ২০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৮ লাখ টাকা।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।