আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভা অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভা অনুষ্ঠিত

editorbd
প্রকাশিত জুলাই ৭, ২০২৪
আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: গত ২৫ই জুন,২০২৪ মঙ্গলবার গ্যালওয়ে সিটির এরোমা রেষ্টুরেন্টে নিউজার্সী লায়ন্স ১৬ এল ডিস্ট্রিক গর্ভনর ডোনা ফিদেলের ক্লাব পরিদর্শন উপলক্ষ্যে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ১৬ এল ডিস্ট্রিক কেবিনেট সেক্রেটারী তাল ক্রেমার। ক্লাবের সভাপতি লায়ন কনক রাউথের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক লায়ন আকবর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লায়ন্স ক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। নিউজার্সী লায়ন্স ডিস্ট্রিক ১৬ এল গর্ভনর ডোনা ফিদেল আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামীতে আরও নতুন নতুন প্রোগামের মাধ্যমে সামাজিক কার্যক্রম গ্রহন এবং ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধক্ষ্য লায়ন শ্রী পিন্টু রয়, সহ-সভাপতি লায়ন আবদুর রফিক, লায়ন মোজাহের আলী, টেইল টুইস্টার লায়ন আবু জাফর ভূঁইয়া, লায়ন টেমার লায়ন জাকিয়া তানিয়া, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হোসাইন জনি, সার্ভিস চেয়ারপারসন লায়ন কাজী ইসলাম, সাইট চেয়ার পারসন লায়ন রহমান বাবুল, মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ফারুক তালুকদার, ডাইরেক্টর লায়ন ইশরাত জাহান, লায়ন সাঈদ রামিম,লায়ন জয়া রয়, লায়ন, নিবেদিতা রাউথ, লায়ন সেলিম আলম, লায়ন সালমা ভূইয়া, এবং মনোয়ারা হোসেন। অনুষ্ঠানে তিনজন সদস্য লায়ন সুলতানা জামান, লায়ন উম্মে রুমানা এবং লায়ন শিরিন আকতারকে শপথ বাক্য পাঠ করান । ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি লায়ন কনক রাউথের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক লায়ন আকবর হোসাইন আগামী ৯ই জুলাই অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের পিকনিকে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

সুত্র: আটলান্টিক সংবাদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।