ডেস্ক রিপোর্ট: গেল ১২ জুলাই মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। আর মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় জায়গা করে নেয় ‘ইন্ডিয়ান টু’ সিনেমাটি। বলিউড মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ইন্ডিয়ান টু’ আয় করেছে ৫৫ কোটি রুপি। যা চলতি বছর সর্বোচ্চ আয়কৃত তামিল সিনেমার তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি যথাক্রমে ৩০ ও ২৫ কোটি রুপি আয় করেছে। ফলে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। ১৯৯৬ সালে এস শঙ্কর নির্মাণ করেন ‘ইন্ডিয়ান’ সিনেমা। এতেও অভিনয় করেন কমল হাসান। সিনেমাটি তিন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। দীর্ঘ ২৮ বছর পর নির্মিত হলো সিনেমাটির দ্বিতীয় পার্ট। তবে ছবিটির দ্বিতীয় পার্ট নিয়ে দর্শকদের যে উত্তেজনা ছিল তা অনেকটাই ফিকে হয়ে গেছে ছবি মুক্তির পর। দূর্বল চিত্রনাট্যের কারণে অনেক দর্শকই মনে করেছেন ৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটিকে নিয়ে মশকরা সৃষ্টি করা হয়েছে।
সুত্র:এফএনএস ডটকম
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।