বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে প্রথম দিনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশের ছোরা গুলিতে একজন অভিভাবক সহ দুই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। রোববার (৪ আগষ্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে আসলে এ ঘটনা ঘটে। মিছিলে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র জানান, তারা জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে মিছিল নিয়ে বাহির হয়। মিছিলটি মিশনমোড়ে আসা মাত্রই সেখানে আগে থেকে অবস্থান নেয়া পুলিশের কয়েকজন অতিউৎসাহী পুলিশ সদস্য মিছিল লক্ষ করে গুলি ছোরে। এ সময় মিছিলে অংশ নেয়া এক অভিভাবকসহ দুইজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। গুলির শব্দ শোনার পর পরই ছাত্ররা দিকবিদিক ছুটতে থাকে। ছোটা ছুটির সময় ছাত্রী সহ ২০/২৫ ছাত্র আহত হয়। এরপরেই ছাত্ররা উত্তেজিত হয়ে পুলিশের উপর চরাও হয় এবং পুলিশকে লক্ষ করে বৃষ্টির মতো ইট পাটকেল ছুরতে থাকে। উপায়ন্তর না পেয়ে কিছু ছাত্রের সহযোগিতায় পুলিশ সদস্যরা পিছু হটে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এরপরেই ছাত্ররা মিশনমোড় গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। এ সময় ছাত্ররা পুলিশ এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, আমরা মিশনমোড়ে শান্তিপুর্ণ ভাবে অবস্থানে ছিলাম। হঠাৎ মিছিল থেকে ইট পাথর দিয়ে ঢিল ছুরতে থাকে। পরে আমরা আমাদের নিরাপত্তার জন্য সেখান থেকে চলে আসি। এ সময় আমাদের ৫/৭ জন পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে আমরা বিডিআর চত্বরে শান্তিপুর্ন ভাবে আছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা মিশনমোড়ে অবস্থান নিয়ে শান্তিপুর্œ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে মিছিলে পুলিশ গুলি ছোরায় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে জেলা আওয়ামিলীগ কার্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামিলীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার খবর পাওয়া গেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।