বিশ্ব রেকর্ড গড়ে সোনা জয় যুক্তরাষ্ট্রের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২০, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্ব রেকর্ড গড়ে সোনা জয় যুক্তরাষ্ট্রের

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জয় যুক্তরাষ্ট্রের

টোকিও অলিম্পিকসে ১০০ মিটার মিক্সড মেডলি রিলেতে ব্রিটেনের গড়া অলিম্পিকস ও বিশ্ব রেকর্ড দুটি ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারিসের লা দিফঁস অ্যারেনায় ৩ মিনিট ৩৭ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র দল। যুক্তরাষ্ট্রের হয়ে পুলে নেমেছিলেন রায়ান মার্ফি, নিক ফিঙ্ক, গ্রিটচেন ওয়ালশ ও টসি হাস্ক। টোকিও অলিম্পিকসে ৩ মিনিট ৩৭ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল গ্রেট ব্রিটেন। এবার তাদের ফল ভীষণ হতাশাজনক; আট দলের মধ্যে হয়েছে সপ্তম। এই ইভেন্টে ৩ মিনিট ৩৭ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে চীন। অস্ট্রেলিয়া ৩ মিনিট ৩৮ সেকেন্ড ৭৬ সেকেন্ড টাইমিং করে পেয়েছে ব্রোঞ্জ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।