৭০ হাজার দর্শকের সামনে হ্যাটট্রিক করলো হলান্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৩৩, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

৭০ হাজার দর্শকের সামনে হ্যাটট্রিক করলো হলান্ড

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
৭০ হাজার দর্শকের সামনে হ্যাটট্রিক করলো হলান্ড

তিন দিন আগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পাওয়ায়, আর্লিং হলান্ডের খেলা নিয়েই শঙ্কা ছিল কিছুটা। তবে সব অনিশ্চয়তা মুছে তিনি কেবল মাঠেই নামলেন না, ছড়ালেন আলোও। তার দারুণ হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রাক-মৌসুম পর্বের যুক্তরাষ্ট্র সফরে প্রথম তিন ম্যাচে সিটির পারফরম্যান্স আশাব্যঞ্জক হয়নি; একে একে তারা হারে সেল্টিক, এসি মিলান ও বার্সেলোনার বিপক্ষে। অবশেষে সফরের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেল পেপ গুয়ার্দিওলার দল। ওহাইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে ৭০ হাজার দর্শকের সামনে দ্যূতি ছড়ান হলান্ড। বিপরীতে, একের পর এক ভুলে পুরো ম্যাচ জুড়েই ছন্নছাড়া ছিল চেলসি। ম্যাচের ফলেও পড়ে তার প্রতিফলন, ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুবার জালে বল পাঠান হলান্ড। চতুর্থ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে অস্কার বব দলের তৃতীয় গোল করার এক মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড, স্কোরলাইন হয়ে যায় ৪-০। এরপর রাহিম স্টার্লিং ও ননি মাদুয়েকের গোল কেবল ব্যবধানই কমায়। প্রস্তুতিপর্ব শেষে সিটির এবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামার পালা। ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচে তারা মাঠে নামবে আগামী শনিবার; কমিউনিটি শিল্ডে গতবারের এফএ কাপ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।