শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন! অপেক্ষা করছেন শুধু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, জানিয়ে দিলেন পুত্র জয় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৩, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন! অপেক্ষা করছেন শুধু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, জানিয়ে দিলেন পুত্র জয়

editorbd
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন! অপেক্ষা করছেন শুধু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, জানিয়ে দিলেন পুত্র জয়

ডেস্ক রিপোর্ট: ছাত্র আন্দোলনের ধাক্কায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবার তাঁর দেশে ফিরবেন! এমনই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ বলেছেন, ‘‘মানছি আমি বলেছিলাম, মা আর দেশে ফিরবেন না। কিন্তু তার পর থেকে গত দু’দিনে পরিস্থিতি অনেক বদলেছে। আমাদের পার্টির নেতাদের উপর ক্রমাগত আক্রমণ শুরু হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের দলের নেতা-কর্মীদের বাঁচাতে যা যা করা প্রয়োজন, আমরা তা-ই করব।’’

সোমবার দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর বিমানে ভারতে চলে আসেন হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা। তবে হাসিনার দেশ ছাড়ার খবর ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁর দল আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা। হাসিনা চলে যাওয়ার পরে আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন তাঁদের অনেকেই। অনেকের মৃত্যু হয়। অনেকে ঘরছাড়া হন। আত্মগোপনও করতে হয় বহু নেতাকে। শেষে এই সমস্ত নেতাদের অনেকেই ক্ষোভ উগরে দেন হাসিনার বিরুদ্ধে। কারও কণ্ঠে ঝরে পড়ে হতাশা। হাসিনার মন্ত্রিসভার এক প্রাক্তন সদস্য বলেই ফেলেন, ‘‘আমাদের এ ভাবে বিপদে ফেলে রেখে কী ভাবে চলে গেলেন উনি!’’ বৃহস্পতিবার সম্ভবত সেই সব বলা, না-বলা প্রশ্নেরই জবাব দিয়েছেন হাসিনা পুত্র জয়। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আওয়ামী লীগ হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এ ভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলের নেতা-কর্মী-সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন।’’ তবে ৭৬ বছরের মুজিব-কন্যা দেশে এক জন ‘সক্রিয় রাজনীতিবিদ’ হিসাবে ফিরবেন কি না, তা স্পষ্ট করেননি জয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলাদেশের একাংশে দাবি উঠেছে, হাসিনাকে দেশে ফেরানো হোক। আবার আওয়ামী লীগের নেতাদের একাংশও বলতে শুরু করেন, হাসিনা দেশে ফিরে তাঁদের পাশে দাঁড়াবেন। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে পরিমাণ গণরোষ তৈরি হয়েছে এবং তার যা বহিঃপ্রকাশ দেখা গিয়েছে, তাতে তিনি দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়েও চিন্তার কারণ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।