ডেস্ক রিপোর্ট: ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানান মোদি। এসময়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বের ওপরও জোর দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা হিন্দু এবং অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি।
এছাড়া, ‘শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন’-এর পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন মোদি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান। এর আগে রাত সাড়ে ৮টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান তিনি। ড. ইউনূসের গাড়িবহর প্রবেশের পর বঙ্গভবনে প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা। শপথগ্রহণ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি। এর আগে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।