বাংলাদেশির হৃদয়ে আবু সাঈদের ছবি খোদাই করা আছে: ড. ইউনূস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাংলাদেশির হৃদয়ে আবু সাঈদের ছবি খোদাই করা আছে: ড. ইউনূস

editorbd
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
বাংলাদেশির হৃদয়ে আবু সাঈদের ছবি খোদাই করা আছে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দিয়েছেন। শনিবার বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ড. ইউনূস শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে আমি আবু সাঈদকে স্মরণ করছি, যার ছবি প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে খোদাই করা আছে। কেউ এটি ভুলতে পারে না, কী অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন তিনি! তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ-তরুণীরা হার মানেননি। সামনে এগিয়ে গেছেন এবং বলেছেন, “যত গুলি মারতে পারো মারো, আমরা এখানে আছি”।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।