আমাদের লক্ষ্য অর্থনীতিকে দ্রুত গতিশীল করা: অর্থ উপদেষ্টা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমাদের লক্ষ্য অর্থনীতিকে দ্রুত গতিশীল করা: অর্থ উপদেষ্টা

editorbd
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
আমাদের লক্ষ্য অর্থনীতিকে দ্রুত গতিশীল করা: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন,‘বিভিন্ন কারণে দেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অর্থনীতিকে গতিশীল করা। কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু করা বেশ কঠিন। আমরা স্তব্ধ হতে দিতে চাই না।’উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এই মতামত তুলে ধরেন তিনি।

ড. সালেহ উদ্দিন বলেন, ‘অর্থনীতিতে নানা ধরনের সমস্যা রয়েছে। ব্যাংকের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতির সমস্যা রয়েছে। আরও অনেক ধরনের জটিলতা রয়েছে। সব ক্ষেত্রেই কাজ করতে হবে।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের ক্রান্তিকালে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তাব্যবস্থা নয়; ব্যাংক খোলা, বন্দর চালু করাসহ সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।