ডেস্ক রিপোর্ট: শেষের ঘটনাগুলো পর্যালোচনা করলে ‘কপাল খারাপ’ বিষয়টি স্পষ্ট হয় বটে। তবে শুরু থেকে তার ক্যারিয়ারগ্রাফ দেখলে যে কেউ চোখ বন্ধ করে বলবেন, এই অভিনেত্রীর কপালটাতে রাজতিলক আঁকা। সেই অভিনেত্রী এবার আফসোসের সুরে বললেন, ‘আমার কপালটাই খারাপ!’ প্রসঙ্গ তাসনিয়া ফারিণ ও তার কপাল! যাকে বলা হয় সর্বশেষ সর্বোচ্চ সৌভাগ্যবান ঢাকাই অভিনেত্রী ও গায়িকা। যদিও তিনি হুবহু কথাটি মানতে নারাজ। তার ভাষ্যে, ভাগ্যটা নির্ধারণ হয় যোগ্যতা, কর্মে, সততা ও শ্রমে। যেটির সমন্বয় করার চেষ্টা তিনি ডে-ওয়ান থেকে করে এসেছেন। সেই সুবাদে দেশের টিভি আর ওটিটি জয় করে এর মধ্যে অভিষিক্ত হলেন সিনেমাতেও। শুরুটাই হলো টলিউড দিয়ে! গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষ নির্মিত ছবিটি দিয়ে ফারিণ দারুণ প্রশংসা কুড়িয়েছেন। মূলত তখনই (গত বছর সেপ্টেম্বর) ফারিণকে ঘিরে আরও একটি সিনেমার ঘোষণা আসে টলিউড থেকে। নাম ‘পাত্রী চাই’। যেটি নির্মাণ করার কথা ছিলো বলিউডের হিট (লাপাতা লেডিস) চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। কিন্তু প্রযোজকের বিঘ্ন ঘটনায় সেই ছবিটাও বন্ধ হয়ে যায়। যা এখন হিন্দিতে নির্মিত হচ্ছে বলিউড প্রযোজনায়। নির্মাতা একই আছেন, ধারনা করা হচ্ছে বাদ পড়লেন ফারিণ!
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।