ডেস্ক রিপোর্ট: দাঁত পরিষ্কার করা ছাড়া আরও বেশ কিছু ব্যতিক্রমী ব্যবহার রয়েছে টুথপেস্টের। এটি যেমন গৃহস্থালি পরিচ্ছন্নতায় ব্যবহার করা যায়, তেমনি কাজে লাগানো যায় রূপচর্চাতেও। জেনে নিন টুথপেস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। পোশাক থেকে কলমের কালির দাগ ওঠাতে পারেন টুথপেস্টের সাহায্যে। কালিযুক্ত অংশে টুথপেস্ট লাগিয়ে নরম ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন।
পানি দিয়ে কাপড় ধুয়ে রোদে শুকান। ২ চা চামচ লবণ ও ১ চা চামচ টুথপেস্ট একসঙ্গে মেশান। মিশ্রণটি পুরু করে লাগান যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে। কয়েক মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন ত্বকে। হালকা গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বল। স্ক্রাবারটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপের গভীর থেকে দূর করবে ময়লা ও দূর করবে ব্ল্যাকহেডস। কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন। ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। চুলে চুইংগাম লাগলে ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম। বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না। অনেক সময় গরম চা কিংবা কফির মগ কাঠের আসবাবের উপর রাখলে এক ধরনের দাগ পড়ে যায়। এ দাগ দূর করতে পারে টুথপেস্ট। দাগের উপর খানিকটা টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন। রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল ঝকঝকে করতে চাইলে টুথপেস্ট দিয়ে
পরিষ্কার করুন মাঝে মাঝে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।